
চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি সম্পত্তি ক্ষতিসাধন করে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য হলেন চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শওকত ওসমান (৪০)। তিনি ওই ইউনিয়নের বাইয়ারপাড়ার আব্দুস ছাত্তারের পুত্র।
গত সোমবার (১৩ অক্টোবর) রাতে পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন মুহাম্মদ আহাম্মদ উল্লাহ বাদী হয়ে লোহাগাড়া থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার দুপুরে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন উলুবনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে মামলায় বলা হয়েছে, ইউপি সদস্য শওকত ওসমান ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত। তার নির্দেশেই বালুভর্তি ডাম্প ট্রাক দিয়ে সড়ক দিয়ে যাতায়াতের কারণে স্থানীয় গ্রামীণ সড়কগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্তকে ঘটনাস্থলে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তাই রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইউপি সদস্য শওকত ওসমানকে আসামি করে মামলা রুজু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”