বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

চাকসু নির্বাচন ঘিরে চবিতে উচ্ছ্বাস-উদ্দীপনা, শিক্ষার্থীদের হাতে ফিরছে অধিকার

চবি প্রতিনিধি
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৪

প্রায় তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফিরেছে ভোটাধিকার। ৩৫ বছর পর আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচন। এ দিনটি তাই চবি শিক্ষার্থীদের জন্য এক বিশেষ দিন হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘ সময় ধরে নিস্তব্ধ থাকা এই সবুজ পাহাড়ের ক্যাম্পাস আজ ভোর থেকেই উৎসবমুখর। প্রতিটি অনুষদ ভবনে শিক্ষার্থীদের উপস্থিতি, উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের ছোঁয়া যেন পুরো ক্যাম্পাসকে নতুন প্রাণ দিয়েছে। নির্বাচনের এই দিনটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে গভীর আবেগ ও প্রত্যাশা—চাকসু ফিরে আসছে, ফিরে আসছে তাদের প্রতিনিধিত্বের অধিকার।

গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল প্রার্থীদের প্রচারণায় মুখর। পোস্টার, লিফলেট, পথসভা ও প্রচারণার স্লোগানে মুখর হয়ে উঠেছিল বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হল। পুরো প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা যেন উৎসবের আমেজে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এটি শুধু একটি ভোট নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের দিন।”

শিক্ষার্থীরা বলছেন, চাকসু নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়—এটি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্বের নতুন সেতু গড়ে তুলবে।

চবি শিক্ষার্থীদের প্রত্যাশা, নবনির্বাচিত প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর