মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শিক্ষার্থীদের আনন্দে আনন্দিত উপাচার্য: “ঘামের কষ্ট শুকিয়ে গেছে”

চবি প্রতিনিধি
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, “খুবই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা সৌহার্দপূর্ণ পরিবেশে খুশি মনে ভোট দিচ্ছে। শিক্ষার্থীদের আবেগঘন উচ্ছ্বাস দেখে এতদিন যে কষ্ট আমরা করেছি, সেই কষ্টের ঘাম শুকিয়ে গেছে।”

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

সকাল ৯টায় বিজ্ঞান অনুষদে ভোটগ্রহণ পরিদর্শন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এরপর তারা ধারাবাহিকভাবে ইঞ্জিনিয়ারিং, কলা ও মানববিদ্যা, ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদে পরিদর্শন করেন।

উপাচার্য বলেন, “প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিক্ষার পর এ নির্বাচন হচ্ছে। শিক্ষার্থীদের মুখে হাসি দেখে আমাদের আনন্দবোধ হচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরে শিক্ষার্থীদের চেকিং করা হচ্ছে। নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।”

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চবি শিক্ষার্থীদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। আমরা দেখেছি শিক্ষার্থীরা ৯টার আগেই ভোটকেন্দ্রে চলে এসেছে। তাদের আগ্রহ দেখে আমরা অভিভূত।”

তিনি আশা প্রকাশ করেন, “সকলের সহযোগিতায় একটি নির্ভেজাল ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, “খুবই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।”

তিনি জানান, ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা, শাটল ট্রেন স্টেশন ও শিক্ষার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী ও সিভিল প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর