চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রীয় প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী জনাব সাইফুল ইসলাম মাঠপর্যায়ে নীতি বাস্তবায়ন ও জনসেবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তাঁর কর্মজীবনে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্বপালন ছাড়াও তিনি নীতি প্রণয়ন ও অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত দায়িত্বেও সম্পৃক্ত ছিলেন।
প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর অভিজ্ঞতা রয়েছে—তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)–এর বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন, যা তাঁর পেশাগত দক্ষতা ও বৈশ্বিক প্রাত্যহিকতা সম্পর্কে গভীর জ্ঞানকে প্রতিফলিত করে।
দায়িত্বভার গ্রহণ শেষে নবনিযুক্ত জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন— “চট্টগ্রাম দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু। এই জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবায় কার্যকর পরিবর্তন আনতে প্রশাসন ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।”
চট্টগ্রামের বাণিজ্যিক ও জাতীয় গুরুত্ব বিবেচনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের এই যোগদানকে নীতি-নির্ধারণী মহল সময়োপযোগী ও তাৎপর্যময় বলে মনে করছে।