সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

লোহাগাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮২

চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া শহীদ ওয়াসিম-ইশমাম গোল্ড মেডেল বৃত্তি-২০২৪ এ অংশ নেওয়া ১০০জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ল্যাপটপ, মোবাইল ট্যাব ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মোস্তফা বেগম গার্লস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও শহীদ ওয়াসিম-ইশমাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ রেজাউল কবির।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফৌজুল কবির ফৌজলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী
সোহেল সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

পরে আয়োজক কমিটির পক্ষ থেকে শহীদ ওয়াসিম ও ইশমামের পরিবারকে সম্মাননা স্বারক সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এছাড়াও অনুষ্ঠানে জেলা- উপজেলা বিএনপি ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর