মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের চলমান ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আগামীকালের বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেনারেল টিচার্স এসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে সদরের বটতলী মোটর স্টেশনস্থ একটি অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লোহাগাড়া মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে এবং
বাংলাদেশ শিক্ষক ফোরামে (বিটিএফ) চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি, চুনতী হাকিমিয়া কামিল (অনার্স -মাস্টার্স) মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: অলিউল্লাহর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেনারেল টিচার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ মহসিন, লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি লোহাগাড়া শাখার সেক্রেটারি মাস্টার গোপাল কান্তি বড়ুয়া প্রমুখ। এছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবি মানতে হবে। দাবি না মানলে কেন্দ্রীয় কর্মসূচিততে যে ঘোষণা আসবে, আমরা সেসব কর্মসূচি পালন করব। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কেরানিহাট চত্বরে আমাদের শিক্ষকদের দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল হবে। সবাইকে মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন লোহাগাড়ায় জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর