সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

ভোটের আগে–পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সময়সীমা বাড়িয়ে আট দিন করার প্রস্তাব এসেছে। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা সমন্বয় বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, কমিশনের পরিকল্পনায় শুরুতে ছিল ভোটের সময়সীমার আগে-পরে মোট পাঁচ দিন বাহিনী মোতায়েনের বিষয়টি; তবে বৈঠকে অংশগ্রহণকারী সংস্থাগুলোর সুপারিশে তা বাড়িয়ে ভোটের আগে তিন দিন, ভোটের দিন ও ভোটের পরে আরও চার দিন — সর্বমোট আট দিন রাখার প্রস্তাব এসেছে। এ প্রস্তাব এখন যাচাই–বাছাই শেষে অনুমোদনের জন্য কমিশনে উত্থাপন করা হবে।

তিনি আরও জানান, ইসি রোজার পূর্বেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে।

১২তম সংসদ নির্বাচন : টানা আট দিন বাহিনী ছিল; ভোট–পরবর্তী যাতায়াতের প্রয়োজনে অতিরিক্ত পাঁচ দিন অনুমতি পায়।

১১তম সংসদ নির্বাচন : দশ দিন মাঠে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

ইসি সচিব জানান, বৈঠকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা না এলেও কিছু নীতিগত সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হচ্ছে—

নির্বাচনকে ঘিরে এআই (Artificial Intelligence)–এর অপব্যবহার মোকাবিলায় নজরদারি ও প্রতিরোধ ব্যবস্থা।

নির্বাচনী এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

পুলিশের সদস্যদের বডিওর্ন ক্যামেরা বাধ্যতামূলকভাবে পরিধান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইসি সচিবসহ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া বৈঠকটি চলে দুই ঘণ্টা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর