মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

লোহাগাড়ায় সেনা–পুলিশের যৌথ অভিযানে ২ টি একনলা বন্দুকসহ যুবক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম
  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৮৪

:চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি একনলা বন্দুকসহ ইসমাইল হোসেন(৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকা থেকে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বান্দরবান জেলার লামা থানার উত্তর হারবাং কলাতলী এলাকার মোঃ ফিরোজের ছেলে। এসময় তার কাছ থেকে ০২ টি একনালা দেশীয় বন্ধুক,০৮টি তাজা কার্তুজ (ফায়ারকৃত ৩টি), ১টি অস্ত্র পরিষ্কারক, ২০০ গ্রাম গাঁজা,১ টি রামদা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে আইনী প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর