মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

নির্বাচন ঘনিয়ে — আনোয়ারায় শাহ মোহসেন আউলিয়া (র.) দরগাহে ব্যারিস্টার শাকিলা ফারজানা

আনোয়ারা প্রতিনিধি চট্টগ্রাম
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১১৭

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আধ্যাত্মিক জনপদ আনোয়ারায় মহান ওলি শাহ মোহসেন আউলিয়া (র.) দরগাহে জেয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি চট্টগ্রাম-০৫ (হাটহাজারী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। এলাকায় তিনি এখন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তিনি প্রথমে কুতুবদিয়া মালেক শাহ (র.) দরবারে জেয়ারত করেন। পরবর্তীতে আনোয়ারার বটতলীস্থ শাহ মোহসেন আউলিয়া (র.) মাজারে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে তিনি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।

সংগ্রামের সময় আইনি সহায়তা থেকে কারাজীবন — তারপরও রাজনীতিতে অবিচল

২০১৪ সালের নির্বাচনের আগ-পরে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দমন-পীড়নের সময় বহু মামলায় তারা আইনি সহায়তা পান ব্যারিস্টার শাকিলা ফারজানার হাতে। হেফাজতসহ রাজনৈতিকভাবে নিপীড়িত গোষ্ঠীর পক্ষে দাঁড়ানোয় ২০১৫ সালের ১৮ আগস্ট তাকে ‘জঙ্গি’ তকমা দিয়ে তার দুই সহকারীসহ গ্রেফতার করা হয়। বাঁশখালী কোর্টে রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকার হন তিনি। আদালতে উপস্থিতির সময় তার অশ্রুসিক্ত নয়নের দৃশ্য আন্দোলনকর্মীদের আবেগে ভাসিয়ে তোলে। দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনও তার অগ্রযাত্রার অন্যতম বাধা হিসেবে ঝুলছে।

জনভিত্তি ও গ্রহণযোগ্যতা — “বাবার উত্তরসূরি” ভাবছেন তৃণমূল

দলীয় দুঃসময়েও মাঠপর্যায়ে সরব থাকা, সংগঠন টিকিয়ে রাখা ও মানবিক আচরণের কারণে হাটহাজারী-আনোয়ারা এলাকায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তৃণমূল থেকে প্রবীণ নেতৃবৃন্দ — সকলেই তাকে আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে দেখছেন, যাকে জনগণ “সৈয়দ ওয়াহিদুল আলমের যোগ্য উত্তরসূরি” বলেই মনে করছেন।

আবু তাহেরের বাড়িতে সাক্ষাৎ — দুঃসময়ের ত্যাগের মূল্যায়ন

মাজার জেয়ারত শেষে তিনি যান জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহেরের বাড়িতে। সেখানে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুঃসময়ের আন্দোলনে মাঠে থাকা আবু তাহেরের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করেন। তিনি বলেন, “যারা দুঃসময়ে দলের পক্ষে রাস্তায় ছিল — আগামী ইতিহাস তাদের নামেই লেখা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নুর, মোঃ হান্নান, মোঃ কাশেম, মোঃ মহিউদ্দিন, মোঃ রাশেল, শাহ আলম মেম্বার, দরবারের খাদেম অহিদুল আলম, ফরিদ, মোঃ তৈয়ব, কায়ছার, শমসু মেম্বারসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর