বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম বন্দরে বহুমাত্রিক অগ্নি নির্বাপন মহড়া

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭১

দেশের আমদানি–রপ্তানির ৯০ শতাংশেরও বেশি বাণিজ্য পরিচালনাকারী জাতীয় বন্দর চট্টগ্রাম বন্দর এলাকায় আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড ISPS Code অনুযায়ী যৌথ অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দরের সংরক্ষিত এলাকা ও সংলগ্ন নদী অঞ্চলে ডিটিএম অফিসের সামনে এ মহড়া পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের নির্দেশনা এবং হারবার অ্যান্ড মেরিন সদস্য কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহর তত্ত্বাবধানে মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়ায় অংশ নেয়—চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিট, বিএনএস ঈসা খানের ফায়ার টিম, বাংলাদেশ কোস্টগার্ডের অগ্নি নির্বাপন দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোর্ট ইউনিট।

মহড়ার প্রথম পর্বে খোলা আগুন থেকে রাসায়নিকবাহী কন্টেইনারে অগ্নিকাণ্ডের অনুকল্পে ইউনিটগুলো পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় পর্বে জেটিতে নোঙর করা একটি জাহাজে অগ্নিকাণ্ডের অনুকল্পে সমন্বিতভাবে মহড়া পরিচালিত হয় এবং অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসে।

মহড়ায় অফিসার-ইন-চার্জ ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (নিরাপত্তা-প্রশাসন) ও পিএফএসও লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক (নিরাপত্তা-অপারেশন) মেজর আনিস-উজ-জামান, বিএনএস ঈসা খানের লে. ইয়াসমিন, ফায়ার সার্ভিস পোর্ট ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ ও পোর্ট ফায়ার শাখার কর্মকর্তা খলিলুর রহমান।

মহড়া শেষে কর্মকর্তারা বলেন, দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি আমাদের সতর্ক করছে। প্রস্তুতি, প্রশিক্ষণ ও আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় ছাড়া বড় বিপর্যয় প্রতিরোধ সম্ভব নয়। নিয়মিত মহড়ার মাধ্যমে বন্দর এলাকার ঝুঁকি ব্যবস্থাপনা, ফায়ার ইউনিটগুলোর সক্ষমতা ও জরুরি সাড়া প্রদানের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

পরবর্তীতে মহড়া আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর