মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

ঐতিহ্যের মাঝে ক্রিকেট: সিআরবিতে বাংলাদেশ–উইন্ডিজ ট্রফি উন্মোচন

জাহাঙ্গীর আলম
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৬

চট্টগ্রামের ঐতিহাসিক সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের ট্রফি।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিআরবির মূল ফটকের সামনে সাজানো অস্থায়ী মঞ্চে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও সাই হোপ যৌথভাবে ট্রফি উন্মোচন করেন।

ট্রফি উন্মোচনের পর তারা শতবর্ষী ব্রিটিশ আমলের স্থাপনার সামনে থাকা পুরোনো রেল ইঞ্জিনের পাশে ফটোসেশনে অংশ নেন। বিসিবির ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্য সম্পর্কে জানানো হয়। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড, আর অনুষ্ঠানটির নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদফতরকে ধন্যবাদ জানায় বিসিবি।

৩ ম্যাচের টি–টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর; প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ দল —
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর