
পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ একটি মিনি ভ্যান ছিনতাই মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই মাহবুবুর রহমান, এএসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ নাঈম হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ আবুল বশর হাসান (২৮), বড়লিয়া ইউনিয়নের বেলখাইন এলাকার বাসিন্দা।
মোঃ নাঈম উদ্দিন (২৩), হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আবুল বশর হাসানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ ৯টি মামলা এবং নাঈম উদ্দিনের বিরুদ্ধে ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারি করতে আসা মিনি ভ্যানটি দুর্বৃত্তরা ঘেরাও করে। চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তারা তেলসহ ভ্যান ছিনতাই করে নিয়ে যায়।
এর আগে একজন আসামীকে গ্রেফতার করে ১৩৫২ লিটার সয়াবিন তেল এবং ছিনতাই হওয়া মিনি ভ্যান উদ্ধার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, “গত বৃহস্পতিবারের ঘটনায় মূল আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”