মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১০

আজ রোববার (২৬ অক্টোবর) ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে এক ট্রলি ব্যাগে থাকা অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানটি ডগ স্কোয়াডসহ পরিচালিত হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “অপারেশন বনলতা নামে একটি অভিযান আর্মির একটি টিম পরিচালনা করেছে। তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে, তা আমাদের কাছে বিস্তারিতভাবে জানানো হয়নি। সেটি জানালে আমরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানাব।”

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যাগে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। উক্ত অস্ত্র উদ্ধার অভিযান চলাকালীন এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

রেলওয়ে ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং রেলস্টেশন ও ট্রেনে নিরাপত্তা নজরদারি বাড়ানো হচ্ছে। যাত্রী ও স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে।

এই ঘটনায় রেলওয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অনুসন্ধান চালাচ্ছে, এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর