
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে চন্দনাইশে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
চন্দনাইশ পৌরসভার নয়াহাট এলাকা থেকে পথসভা শুরু হয়ে পরবর্তীতে চন্দনাইশ সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, শপিংমলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিটি চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিমের সমর্থনে সম্পন্ন হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দীন চৌধুরীর নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন — অ্যাডভোকেট মো. আমিনুল হক চৌধুরী, এম মোরশেদুল আলম চৌধুরী, মাহাবুবুর রহমান, মাহাবুবুল আলম চৌধুরী, ওবাইদুর রহমান বাহাদুর, ওরশেদুল আলম মিন্টু, সিরাজুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, মো. ইউনুস রানা, নুরুল ইসলাম, ফজলুল কবির, ওসমান আলী, কামাল, আবুল কাশেম চৌধুরী, মাহাবুব আলম, মো. সেলিম, জাহাঙ্গীর আলম, মাহাবুল ইসলাম, যুবদল নেতা আবদুস সবুর, মো. জাহাঙ্গীর, ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম, নয়নসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্যে সালাউদ্দীন চৌধুরী বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা।” তিনি বলেন, “৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের উদ্যোগ গ্রামাঞ্চলসহ সর্বস্তরের মানুষ সাদরে গ্রহণ করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে বৈষম্য কমবে এবং একটি নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন সম্ভব হবে।”