বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবে উপদেষ্টা পরিষদ

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে এবং পরিষদের বৈঠকও পূর্বের মতো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকারের এই অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম প্রসঙ্গে কিছু মন্তব্য করেছিলেন। ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে কিছু মহলে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিবৃতিতে সুস্পষ্ট করে জানানো হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে— এমন ধারণা সঠিক নয়। বরং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী পূর্ণোদ্যমে অব্যাহত থাকবে।

এর পাশাপাশি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে এবং পরিষদের বৈঠকও যথানিয়মে অনুষ্ঠিত হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে সকল মহলকে যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার এবং বিভ্রান্তিকর বা আংশিক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর