বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

হকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিশ্চিত করবে বিএনপি — উঠান বৈঠকে বক্কর

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৭

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে ফুটপাতের হকারসহ শ্রমজীবী জনতার ভূমিকা সবসময়ই ছিল অবিসংবাদিত। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই–আগস্ট আন্দোলন—কোনো আন্দোলনই শ্রমিক–হকার জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া সফল হয়নি। হকার শ্রমিকদের অবদান ছাড়া স্বৈরাচারী হাসিনা সরকারের পতন সম্ভব হতো না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন বলেই শ্রমজীবী শ্রেণির কাছে তিনি ব্যাপকভাবে জনপ্রিয়। ভবিষ্যতেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে হকার শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর জহুর হকার মার্কেট এলাকায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে স‌ম্মিলিত হকার্স ফেডারেশনের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে তিনি স্থানীয় হকার ফেডারেশনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ৩১ দফা দাবির গুরুত্ব ও সময়োপযোগিতা তুলে ধরেন। পরে তিনি নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও বিএনপির জনকল্যাণমুখী কর্মপরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

হকারদের পুনর্বাসন দাবি করে তিনি বলেন, জাতীয় শ্রমনীতির আলোকে নীতিমালা প্রণয়নের মাধ্যমে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হকার শ্রমিকদের তালিকা প্রণয়ন এবং শ্রম অধিদপ্তর ও হকার সংগঠনের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে কার্যকর কমিটি করা জরুরি।

স‌ম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জসিম মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন—
এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খাঁন, সদস্য সাচব আলমগীর আলী, মহানগর যুবদল নেতা মো. সেলিম খাঁন, ফেডারেশনের সহসভাপতি মো. হারুন সওদাগর, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন, সদস্য মো. আবদুল নবী, রিয়াজ উদ্দিন বাজার কর্মচারী সমিতির নেতা আবুল কালাম, মো. বেলাল, মো. আকরাম, মেট্রোপলিটন হকার্স সমিতির নেতা আবুল কালাম, মো. রিয়াদ, মাঈদ উদ্দিন, মো. সেলিম, আবদুল মতালেব, আমতলা হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. মহিন, যুগ্ম সম্পাদক মো. শাহীন, ফুটপাত হকার্স সমিতির নেতা মো. আবদুর রাজ্জাক বাবুল, নাজির আকন, মো. শিপন, মো. জাবেদ, আন্দরকিল্লা হকার্স সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোমিন, আগ্রাবাদ ইউনিটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর