মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

ইতিহাসের বেদনাদায়ক ২৮ অক্টোবর — পটিয়ায় স্মরণসভা ও প্রার্থনা অনুষ্ঠান

পটিয়া প্রতিনিধি
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪০

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে ‘ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটিয়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) পটিয়া শহর আদর্শ থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাহবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি আবু সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি আশিকুল মুস্তফা তাইফু।

বক্তারা বলেন, আটাশে অক্টোবর ইতিহাসের এক বেদনাবিধুর ঘটনা হিসেবে স্মরণীয়। রক্তাক্ত সেই দিনটি মানবতার গায়ে লজ্জার কালিমা এঁকে দিয়েছিল। বক্তারা এদিনে নিহতদের ত্যাগ ও আদর্শ থেকে প্রেরণা নিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর