বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

এতিম, বিধবা, প্রতিবন্ধীদের সহায়তায় সরকারের ভূমিকায় জোর দিলেন ধর্ম উপদেষ্টা

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩২

সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম-বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে ২৪ কোটি টাকা সহায়তা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।”

২৯ অক্টোবর (বুধবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, বিগত অর্থবছরে সরকার প্রায় ৪ কোটি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের অনাথ, দুঃস্থ, বিধবা ও প্রতিবন্ধীদের সহায়তা করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।”

অসহায় মানুষের সাহায্যে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রামে অনেক বিত্তবান মানুষ আছেন, তাদের মনও বিশাল। এক বেলা খাবার খাওয়ানোর মধ্যেই যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজে পাওয়া যায় না।”

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “সমাজসেবা কার্যালয়ের বহুমুখী কাজকে আরও গতিশীল করতে সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উপপরিচালক ফাহমিদা বেগম, বিভাগীয় উপপরিচালক হাফেজ মো. আমানুল্লাহ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর