মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

এলডিপির ২০ বছরের পথচলা — পটিয়ায় আলোচনা সভা ও শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ

রনি কান্তি দেব, পটিয়া
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে দলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বিচিত্র আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনব্যাপী উৎসব মুখর ছিল পটিয়া।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে শুরু হওয়া আলোচনা সভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্তিতি প্রমাণ দেয়—স্থানীয় রাজনীতিতে এলডিপির অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।

সভা শেষে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। লাল-সাদা-নীল পতাকা হাতে, ঢাক-ঢোলের তালে নাচতে নাচতে শোভাযাত্রাটি পটিয়া চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পথজুড়ে স্থানীয়রা দাঁড়িয়ে হাততালি দিয়ে স্বাগত জানান, যেন পুরো পটিয়াই উদযাপনে যুক্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী বলেন, “এলডিপি শুধু একটা দল নয়, এটা বাংলাদেশের যুবসমাজের স্বপ্নের প্রতীক। স্বৈরতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে স্বাধীনতা, সমতা ও অর্থনৈতিক উন্নয়নের লিবারেল মূল্যবোধ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। জাতীয় নির্বাচনে এলডিপির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ—আমরা প্রমাণ করব গণতন্ত্র কথায় নয়, কাজে প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “২০ বছর আগে যে ছোট্ট বীজ রোপণ হয়েছিল, আজ তা বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে। কিন্তু দুর্নীতি, বেকারত্ব ও নারীর অধিকার—এ সব ক্ষেত্রেই এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। পটিয়া থেকেই পরিবর্তনের শিখা ছড়িয়ে পড়বে জেলা-জেলা, কেন্দ্রে-কেন্দ্রে।”

প্রধান বক্তা দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, “এই ২০ বছরের পথচলা ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যই আমাদের বড় শক্তি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম। সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আহমদ নবী চৌধুরী, আইনুল কবির, নুরুল আজগর চৌধুরী, আবদুল কুদ্দুস চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, আমিনুল হক তানিমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন—গাজী আমির হোসেন, মুজিবুর রহমান, ডা. রিদওয়ান আজাদ, নাদের জামান, কবির সওদাগর, শাহ আলম, আবদুল কাদেরসহ উপজেলা ও পৌর এলডিপি, গনতান্ত্রিক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর