বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ ওয়েডস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে বাংলাদেশ

জাহাঙ্গীর আলম
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৭

ওয়ানডে সিরিজ জয়ের পর টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানের হার—সেই হতাশা ভুলে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক শাই হোপ। ফলে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে নামতে হয়েছে।

প্রথম ম্যাচে ব্যর্থতা ও রান তাড়ার ব্যর্থতা মাথায় রেখে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। নুরুল হাসান সোহানের জায়গায় মিডল–অর্ডারে ফেরানো হয়েছে জাকের আলিকে। ব্যাটিং গভীরতা বাড়াতেই এই পরিবর্তন বলে জানিয়েছেন দলীয় ব্যবস্থাপনা।

অন্যদিকে সাফল্যের ধারা ধরে রাখতে প্রথম ম্যাচের জয়ী একাদশ অপরিবর্তিত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি আবারও বাইরে রয়েছেন।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি কার্যত ‘কর বা মর’ লড়াই। হেরে গেলে তিন ম্যাচ সিরিজ হাতছাড়া হয়ে যাবে আগেভাগেই। জিতে গেলে ১–১ সমতায় ফিরবে সিরিজ, গড়াবে নির্ণায়ক তৃতীয় ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শারফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেডেন সিলস।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর