মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়াতে মাঠে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

জাহাঙ্গীর আলম
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৬

চারটি টি-টোয়েন্টি সিরিজে টানা জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া করেছে লিটন দাসের দল।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচে ১৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৪ রানের ব্যবধানে পরাজয়ের পর টাইগারদের সামনে এখন একটাই লক্ষ্য—লজ্জার হোয়াইটওয়াশ এড়ানো এবং জয়ের মধ্য দিয়ে সিরিজ শেষ করা।

শেষ ম্যাচে দলে কিছু পরিবর্তন এনেছেন লিটন দাস। তরুণ সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে নামবেন বলে জানা গেছে। মিডল অর্ডারে থাকছেন অধিনায়ক লিটন দাস নিজে, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান ও জাকের আলী অনিক। স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস বোলিংয়ে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

অন্যদিকে, সিরিজ জয় নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন রস্টন চেজ। তাদের একাদশে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েল, সঙ্গে তরুণ ব্যাটার ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানাজ, আকিম অগাস্টে, রস্টন চেজ (অধিনায়ক), আমির জ্যাঙ্গো (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, গুডাকে মোতি, আকিল হোসেন ও খারি পিয়েরে।

চট্টগ্রামের স্টেডিয়ামে আজকের ম্যাচ ঘিরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সিরিজ হার নিশ্চিত হলেও টাইগারদের সমর্থনে গ্যালারি ভরপুর। স্থানীয় ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, অন্তত শেষ ম্যাচে লড়াকু পারফরম্যান্স উপহার দেবে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর