বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

দখল–দূষণে বিপর্যস্ত খাল রক্ষায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বোয়ালিয়া খাল রক্ষা কমিটির আত্মপ্রকাশ
  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৫

লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র বটতলী স্টেশনের পাশ দিয়ে প্রবাহিত বোয়ালিয়া খাল একসময় ছিল কৃষিজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে খালের দুই তীর দখল করে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনা, অপরিকল্পিত বর্জ্য ফেলা, শিল্পবর্জ্য ও পয়ঃনিষ্কাশন সরাসরি খালে ফেলে দেওয়ার ফলে এটি আজ অস্তিত্ব সংকটে। পানির স্বচ্ছতা হারিয়ে কালচে রঙ ধারণ করেছে এবং পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। মাছ ও জলজ প্রাণী বিলুপ্তপ্রায়, খালটি এখন মশার অভয়ারণ্য এবং স্থানীয়দের জন্য স্বাস্থ্যঝুঁকির উৎসে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতে খালটিকে রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্থানীয় সচেতন জনগণের উদ্যোগে গঠিত হলো ‘বোয়ালিয়া খাল রক্ষা কমিটি।’ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আমিরাবাদ মাষ্টার হাট এলাকায় আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

ঘোষিত ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি :

সভাপতি: আব্দুল্লাহ মো. শরীফ

সদস্য সচিব: মো. এমরান

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: রেহেনা আক্তার

যুগ্ম আহ্বায়ক: রাজিন আহমদ

যুগ্ম সদস্য সচিব: ফায়জাত উল্লাহ

এছাড়াও স্থানীয় সমাজকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন – মাসুদুর রহমান, ইলিয়াস হোসেন, শহিদুল ইসলাম, এ এইচ টিপু, জসিম উদ্দিন, হাবিবুল্লা মিজবাহ প্রমুখ।

লিখিত বক্তব্যে সভাপতি আব্দুল্লাহ শরীফ বলেন :
“বোয়ালিয়া খাল দখল ও দূষণ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে আগামী দিনে এর পরিণতি হবে ভয়াবহ। খাল হারিয়ে গেলে কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য, এমনকি মানুষের জীবিকা ঝুঁকির মুখে পড়বে। তাই আমরা খালটির প্রাকৃতিক প্রবাহ ও সৌন্দর্য ফিরিয়ে আনার লড়াই শুরু করেছি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয় করে কার্যকর কর্মসূচি হাতে নেওয়া হবে।”

তিনি আরও জানান, “ভবিষ্যতে নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ, আইনজীবী ও তরুণদের সম্পৃক্ত করে কমিটি আরও সম্প্রসারণ করা হবে। প্রয়োজনে মানববন্ধন, গণস্বাক্ষর, পরিবেশ আদালতে মামলা এবং জনমত তৈরির মতো উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয়রা আশা করছেন—এই উদ্যোগ সফল হলে বোয়ালিয়া খাল আবারো ফিরে পাবে তার প্রাণ, পুরনো ঐতিহ্য ও পরিবেশগত ভারসাম্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর