মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

“পরকালকে সামনে রেখে রাজনীতি করি, ক্ষমতার জন্য নয় — জামায়াত প্রার্থী হেলালী”

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “রাজনীতি আমাদের কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, এটি মানুষের আমানত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পবিত্র দায়িত্ব। জনগণের ভোট ও বিশ্বাস একটি মহান আমানত, আর সেই আমানত রক্ষা ও সততার প্রশ্নে আমরা কখনও আপস করবো না, ইনশাআল্লাহ।”

গত ২ নভেম্বর শুলকবহর সাংগঠনিক ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ হেলালী আরও বলেন, দীর্ঘদিন ধরে আমাদের আদর্শ ও বক্তব্যকে দমন করার চেষ্টা হয়েছে, কিন্তু সত্য কখনও দমে না। ধীরে ধীরে জনগণ ন্যায় ও আদর্শের রাজনীতির প্রতি আস্থা ফিরে পাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “ক্ষমতার মোহে পড়ে যেন আমরা কেউ পরকালকে ভুলে না যাই। আমানত ও সততার ক্ষেত্রে জামায়াত সবসময় আপসহীন থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন, “অধ্যক্ষ হেলালী একজন নিবেদিতপ্রাণ ইসলামী রাজনীতিক। তার নেতৃত্বে পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

এছাড়াও বক্তব্য দেন শুলকবহর ওয়ার্ডের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, ডা. খালেদ ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, সমাজে ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতামূলক একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বই হতে পারে কার্যকর পথ।

বক্তারা আরও উল্লেখ করেন,জনগণের সম্পদ ও ভোট সংরক্ষণ করা ঈমানের অংশ,

ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৃণমূলকে শক্তিশালী করা জরুরি,

তরুণ প্রজন্মকে নৈতিকতার পথে গড়ে তুলতে রাজনৈতিক নেতৃত্বকে আদর্শ হতে হবে।

উঠান বৈঠকে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকে প্রশ্ন করেন উন্নয়ন, বঞ্চনা ও জনসেবামূলক উদ্যোগ নিয়ে। অধ্যক্ষ হেলালী জানান, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষাখাতের প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে তিনি পরিকল্পনা নিয়ে এগুতে চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর