
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ১৬টি আসনের মধ্যে প্রথম দফায় ১০টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করে দলটি। বাকি ৬ আসনের তালিকা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।
তিনি বলেন, “জনগণের মত ও দাবি প্রতিফলিত করেই আমরা প্রার্থী নির্বাচন করছি। এই নির্বাচন হবে জনগণের অধিকারের লড়াই।”
চট্টগ্রামে ঘোষিত বিএনপি প্রার্থীদের তালিকা..
চট্টগ্রাম-১ মীরসরাই নুরুল আমিন চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
চট্টগ্রাম-২: ফটিকছড়ি সরওয়ার আলমগীর উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ পরবর্তীতে ঘোষণা হবে —
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড কাজী সালাউদ্দিন স্থানীয় বিএনপি নেতা
চট্টগ্রাম-৫ হাটহাজারী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক
চট্টগ্রাম-৬ রাউজান পরবর্তীতে ঘোষণা হবে —
চট্টগ্রাম- ৭ রাঙ্গুনিয়া হুম্মাম কাদের চৌধুরী প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র, কেন্দ্রীয় সদস্য
চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক
চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া ঘোষণার পর স্থগিত —
চট্টগ্রাম-১০ খুলশী-পাহাড়তলী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রাম-১২ বন্দর-পতেঙ্গা পরবর্তীতে ঘোষণা হবে —
চট্টগ্রাম-১২ পটিয়া এনামুল হক এনাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী সরওয়ার জামাল নিজাম সাবেক সংসদ সদস্য
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) পরবর্তীতে ঘোষণা হবে —
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া পরবর্তীতে ঘোষণা হবে —
চট্টগ্রাম-১৬ বাঁশখালী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
চট্টগ্রামের ১৬ আসনের প্রায় ৬টি এখনো খালি রাখা হয়েছে—সমঝোতা, জোট রাজনীতি ও প্রার্থী বাছাইয়ের কারণে।
অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি তরুণ প্রার্থী ও রাজনৈতিক পরিবার থেকে আসা প্রার্থীদের গুরুত্ব দেওয়া হয়েছে।
কোতোয়ালী-বাকলিয়া (চট্টগ্রাম-৯) আসনে প্রার্থীর নাম ঘোষণা করেও পরে স্থগিত করা হয়।
নির্বাচন ঘিরে চট্টগ্রামকে বিএনপির অন্যতম কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফখরুলের বার্তা “আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। চট্টগ্রাম ঐতিহাসিকভাবে আমাদের শক্ত ঘাঁটি—এইবারও জনগণ সঙ্গে থাকবে বলে বিশ্বাস করি।”