
চট্টগ্রাম বাঁশখালী সমিতি চট্টগ্রাম (রেজি: চট্ট–১৮৬০/৯৪)–এর ২০২৫–২০২৬ কার্যকালীন নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামালের যৌথ স্বাক্ষরে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেওয়া হয়।
গত রবিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কোর্টহিলস্থ কোতোয়ালী সমিতির কার্যালয়ের এনেক্স ভবন–১-এ আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।
গঠিত কমিটির সদস্যরা হলেন,
সভাপতি: অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী
সাধারণ সম্পাদক: মোহাম্মদ ছরওয়ার কামাল
সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ শাহাজাহান চৌধুরী
সহ-সভাপতি: দৌলত আকবর চৌধুরী, মারুফুল হক চৌধুরী
সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ আব্দুস ছবুর
কোষাধ্যক্ষ: শাহাদাত হোসেন চৌধুরী
সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব
তথ্য ও প্রচার সম্পাদক: সাংবাদিক জসিম উদ্দিন
গণশিক্ষা সম্পাদক: মোহাম্মদ আবুল কাশেম
দপ্তর সম্পাদক: সাংবাদিক শিব্বির আহমেদ রানা
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আবু তাহের চৌধুরী
সমাজসেবা সম্পাদক: হাফেজ মোহাম্মদ জাবের হোসেন
সদস্য: অ্যাডভোকেট শওকত ওসমান, অধ্যাপক ফয়জুল্লাহ ফয়েজ।
নবনির্বাচিত নেতাদের প্রত্যয়
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বাঁশখালীবাসীর ঐক্য, পারস্পরিক সহমর্মিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে গতিশীল করতে সমিতিকে আরও সক্রিয়, যুগোপযোগী ও জনকল্যাণমুখী রূপে গড়ে তুলতে কাজ করব।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল বলেন,
“শিক্ষাবৃত্তি প্রদান, অসহায়দের সহযোগিতা, চিকিৎসা সহায়তা এবং সাহিত্য-সংস্কৃতি চর্চায় সমিতির অগ্রণী ভূমিকা নিশ্চিত করতে আমরা বাস্তবধর্মী কর্মপরিকল্পনা হাতে নিয়েছি।”
নতুন কমিটির অভিষেক পরবর্তী প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আগামী ১৫ নভেম্বর চট্টগ্রামের জামালখানস্থ দাওয়াত রেস্টুরেন্টে কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, বাজেট ও কর্মসূচি অনুমোদনের বিষয়ে আলোচনা করা হবে।