মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

মনোনয়ন বঞ্চনায় সীতাকুণ্ডে উত্তেজনা, সমর্থকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রাম
  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯২

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড—আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সীতাকুণ্ড। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

রিপোর্ট অনুসারে, জাতীয় নির্বাহী কমিটির সভার পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।

মনোনয়ন না পাওয়ায় দলের সাবেক যুগ্ম-মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা সন্ধ্যা ৭টার দিকে বড়দারোগাহাট থেকে সিটি গেইট পর্যন্ত মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন।

এতে উভয় দিকে হাজার হাজার যানবাহন ও যাত্রী আটকা পড়ে। রেলপথও অবরোধের কারণে সাধারণ যাত্রী ও বাণিজ্যিক ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দেন ও পদচারণা চালিয়ে প্রতিবাদ করছেন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে এখনো অবরোধ পুরোপুরি শেষ হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর