মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মহিলার হাতে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান হিসেবে হস্তান্তর

এরশাদ আলম, লোহাগাড়া,
  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৮

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব মহুরী পাড়ার ক্যান্সার আক্রান্ত আনোয়ারা বেগম (৪৫) এর হাতে নগদ ১ লাখ ২০ হাজার টাকা হস্তান্তর করলেন উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা। ৩ নভেম্বর সকালে উক্ত টাকা হস্তান্তর করেন ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে জাহেদুল ইসলাম,মোঃ ইউসুফ ও মোঃ সোহেল।

উল্লেখ্য উক্ত ক্যান্সার আক্রান্ত মহিলা বর্তমানে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসা বাবদ প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। যে কারণে চিকিৎসা সেবা গ্রহণে রোগীর স্বজনেরা হিমশিম খাচ্ছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিত্তবানেরা উক্ত ক্যান্সার আক্রান্ত মহিলার চিকিৎসা সেবায় অংশগ্রহণ করতে এগিয়ে আসেন। এ ব্যাপারে রোগীর পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তাদানকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর