বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯১

সীতাকুন্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ফৌজদারহাটে সীতাকুন্ডের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আসলাম চৌধুরী শুধু একজন নেতা নন, তিনি দীর্ঘদিন ধরে মজলুম ও সাধারণ মানুষের সেবা করে আসছেন। “আসলাম চৌধুরী কারারক্ষায় থাকলেও তার মানবিক কাজ থেমে যায়নি। তিনি অসহায় মানুষকে আর্থিক ও আইনি সহায়তা দিয়ে মুক্তি দিয়েছেন। বিশেষ করে সীতাকুন্ডে কোনো ব্যক্তি কারাগারে বন্দি হলে দলমত নির্বিশেষে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।”

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী আন্দোলন ও সংগ্রামে পরীক্ষিত নেতা। তিনি শুধু সীতাকুন্ড নয়, চট্টগ্রাম এবং বাংলাদেশের জন্যও আইকনিক নেতা। সীতাকুন্ডে তার বিকল্প নেই। “সীতাকুন্ডে প্রার্থী পরিবর্তন করা হলে লাগাতার কর্মসূচি পরিচালনা করা হবে এবং এর দায়ভার যথাযথ ষড়যন্ত্রকারীদের নিতে হবে,” বক্তারা হুঁশিয়ারি দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর সভাপতিত্বে ও যুবদলের নেতা আওরঙ্গজেব মোস্তফা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জহুরুল আলম জহুর, জাগির হোসেন, ছালে আহাম্মদ সলু, মো: মোরছালিন, সিদ্দিক আহম্মদ, নূরুল আনোয়ার, মহররম আলী, এড. আইনুল কামার, মোজাহের উদ্দিন আশরাফ, খম নাজিম উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন মাহমুদ চৌং, তছলিম, আনোয়ারুল আজিম মুকুল, সাহাব উদ্দিন, সালামত উল্লাহ সালাম, ইদ্রিস মিয়া, মোস্তাফিজুর রহমান হিরু, ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি, কোরবান আলী শাহেদ, ইসমাইল হোসেন, জিয়াউদ্দিন, আল মামুন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, শহীদুল্লাহ বাহার, মহিউদ্দিন রিপন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াছ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব মহসিন আহমেদ তৌসিব, মহানগর মহিলা দলের সিনিয়র সহসভানেত্রী সখিনা বেগম, জুলি আকতার, নার্গিস আক্তারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। মিছিলে এলাকার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন এবং আসলাম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত করার দাবিতে স্লোগান দেন।

বক্তারা বলেন, আসলাম চৌধুরীর দীর্ঘ আট বছরের কারাগার জীবনও তার মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে থামাতে পারেনি। তিনি কারাগারে বন্দি থাকাকালীনও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে ৫ আগস্ট, শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন জায়গায় কারাগারে সহিংসতার ঘটনা ঘটতে পারত, কিন্তু আসলাম চৌধুরীর সক্রিয় হস্তক্ষেপে তা আটকানো সম্ভব হয়েছে। তারা আরও উল্লেখ করেন, তিনি সীতাকুন্ডে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের সবস্তরের মানুষের জন্য একটি প্রতিরক্ষামূলক এবং মানবিক ভূমিকা পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর