
কক্সবাজারের চকরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ ৫ নভেম্বর (বুধবার) সকাল ৯টার দিকে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে মালুমঘাট হাইওয়ে পথে একটি বাস এবং একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুর্ঘটনার সঙ্গে জড়িত যান দুটিই বিপরীত দিক থেকে আসছিল।
ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।”
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার স্থানটি মুখোমুখি যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য প্রয়োজন যথাযথ সিগন্যাল, নিয়মিত পথমান নিয়ন্ত্রণ ও সচেতনতার ব্যবস্থা।
স্থানীয়রা বলেন, “ফাঁসিয়াখালী এলাকায় এই ধরনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা প্রায়ই ঘটে। দ্রুত পদক্ষেপ না নিলে মানুষের জীবন ঝুঁকিতে থাকবে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।”
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন:
মুখোমুখি সংঘর্ষ ও অতিরিক্ত গতির কারণে চকরিয়া ও মালুমঘাট মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বেশি। নিয়মিত মনিটরিং এবং সড়ক সংস্কার ছাড়া এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।