
বিএনপি রাজনীতিতে শুধু বক্তৃতা নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতার নতুন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “রাজনীতিবিদরা অনেক সময় বক্তৃতা দিয়ে চলে যান। কিন্তু আমরা চাই জনগণের সামনে প্রশ্নের জবাব দিতে। দায়বদ্ধতার যে প্রক্রিয়া, সেটি সেমিনার ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা বিএনপিতে প্রতিষ্ঠা করছি।”
বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত “আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহৎ সভায় দীর্ঘ বক্তৃতার পরিবর্তে প্রশ্নোত্তর পর্ব চালু করার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপির নতুন সংস্কৃতি। ঢাকার পর চট্টগ্রামেও এ সংস্কৃতি বাস্তবায়ন হয়েছে।
অতিরিক্ত সম্বোধন ও স্লোগান পরিহারের আহ্বান:
“স্টেজে আসলে সরাসরি মূল বিষয়ের কথা বলুন। অতিরিক্ত সম্বোধন বা ‘জিন্দাবাদ’ ধ্বনি সময়ের অপচয়—এটি তরুণ প্রজন্মকেই বদলাতে হবে।”
বিএনপির অবদান তুলে ধরা:
দেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফিরিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান।
দেশের অর্থনৈতিক মুক্তি ও বেসরকারি খাতের বিকাশের পথও বিএনপিই প্রথম খুলেছে।
অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা:
পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমে চারটি মূলনীতি অনুসরণের কথা উল্লেখ করেন—
১. ভ্যালু ফর মানি (Value for Money)
২. রিটার্ন অন ইনভেস্টমেন্ট (Return on Investment)
৩. কর্মসংস্থান সৃষ্টি
৪. পরিবেশ সংরক্ষণ।
প্রশ্নোত্তর পর্বে যুব ও নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন,
“আজকের তরুণরা শুধু ডিগ্রি নিয়ে বসে থাকুক তা চাই না। যারা পড়াশোনা শেষ করেছে, তাদেরকে আইটি ও আধুনিক স্কিলে প্রশিক্ষণ দিয়ে বৈশ্বিক বাজারে কাজের উপযুক্ত করে তুলবো। নারীরাও ঘরে বসে অনলাইনে কাজ করতে পারবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, অর্থনীতি গণতন্ত্রায়িত হোক—যেখানে প্রত্যেকে নিজেদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে যুক্ত হতে পারে।”
সভায় উপস্থিত ছিলেন: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী আসনের প্রার্থী
বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, বিএনপি কেন্দ্রীয় সদস্য
হুম্মাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া থেকে মনোনীত প্রার্থী
ইসরাফিল খসরু, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য
অধ্যাপক ড. নসরুল কদির, ভিসি, প্রিমিয়ার ইউনিভার্সিটি
ব্যারিস্টার ফয়সাল দস্তগীরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন মো. আবু হোরায়রা, সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল; পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।