বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

সাচিং প্রু জেরীর হাতেই ধানের শীষ, বান্দরবানে তরঙ্গ আনন্দের

জাহাঙ্গীর আলম
  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রাজপুত্র সাচিং প্রু জেরী-এর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩২টি আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেখানে বান্দরবানে ধানের শীষের প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার খবর পৌঁছালে বান্দরবানের পাহাড়ি জনপদ থেকে শহর পর্যন্ত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে আতশবাজি ও মিষ্টি বিতরণের প্রস্তুতি নিলেও জেলা বিএনপির আনুষ্ঠানিক নির্দেশনা না থাকায় বড় ধরনের মিছিল বা উদযাপন স্থগিত রাখা হয়েছে।

একজন স্থানীয় নেতা বলেন, “আমরা আনন্দিত, তবে সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেই আনুষ্ঠানিক কর্মসূচি থেকে বিরত আছি।”

বান্দরবান জেলা বিএনপি নেতাদের মতে, সাচিং প্রু জেরী একজন পরিচ্ছন্ন, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনীতিবিদ।

তারা বলেন—“মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকায় তাঁর নাম থাকা প্রমাণ করে, তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সর্বতোভাবে বিশ্বস্ত, নিবেদিত ও পরীক্ষিত সহকর্মী।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে বান্দরবানে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ মানুষের মাঝে সাচিং প্রু জেরী একজন বিশ্বস্ত, আপন ও মানবিক নেতা হিসেবে পরিচিত।

তিনি দীর্ঘদিন ধরে মাঠে-ময়দানে থেকে পাহাড়ের মানুষের অধিকার, শান্তি, উন্নয়ন ও সহাবস্থানের জন্য কাজ করে আসছেন।

সাচিং প্রু জেরীর উন্নয়ন ভাবনায় রয়েছে—
বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি
প্রান্তিক কৃষক ও জুমচাষিদের স্বাবলম্বী করা
পাহাড়ে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ভাষা ও অধিকার সংরক্ষণ
পর্যটননির্ভর অর্থনীতি শক্তিশালী করা

তিনি বিশ্বাস করেন—সমন্বিত উন্নয়ন, শান্তি ও কর্মসংস্থানই বদলে দিতে পারে বান্দরবানের ভাগ্য।

স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন—“বান্দরবানের সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিং প্রু জেরীকে বিপুল ভোটে বিজয়ী করে তাঁদের প্রত্যাশা ও উন্নয়নের পথকে সুগম করবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর