রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় অক্টোবর ২০২৫ মাসের অপরাধচিত্র পর্যালোচনার পাশাপাশি জেলার সামগ্রিক নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সভায় বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। দুর্বৃত্তায়ন বা যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

সভায় আলোচিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল—
অবৈধ অস্ত্র উদ্ধার ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার।
চোরাচালান দমন ও অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান।
অবৈধ বালু উত্তোলন, জমির টপসয়েল ও মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।
চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

অংশগ্রহণকারীরা জেলার সার্বিক নিরাপত্তা, সামাজিক শান্তি ও জনস্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর