রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

ফ্যাসিষ্টলীগের অরাজকতার বিরুদ্ধে দক্ষিণ রাউজান বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৯

লকডাউনের নামে অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ রাউজান উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে নোয়াপাড়া পথের হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ ঘোষিত ও অবৈধ সংগঠন আওয়ামী ফ্যাসিষ্টলীগের দেশব্যাপী অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালন করে বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ আহমেদ।

সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ,
নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল হক বাবু,রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ,পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু,নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবচার মেম্বার,এডভোকেট তাজুল ইসলাম, যুবদল নেতা জানে আলম সিকদার, বিএনপি নেতা আবুল কাশেম রানা, দিদারুল আলম, জসিম উদ্দিন মেম্বার, জাগির হোসেন, আতিক উল্লাহ, শাহিদুল ইসলাম, মোহাম্মদ জনি, মাহবুব আলম, লোকমান হোসেন মেম্বার, মোহাম্মদ সালাউদ্দীন বাপ্পি, মোহাম্মদ নেচার উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ আবদুল কাদের, ইলিয়াস সওদাগর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ শহীদুল ইসলাম, মোহাম্মদ নুরুন নবি, রাশেদুল ইসলাম, এসকান্দার হোসেন, মোহাম্মদ নোমান, বেলাল উদ্দীন, সালাউদ্দীন, মোহাম্মদ শাকিল, জানে আলম, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা রায়হান উদ্দীন, আনিসুর রহমান, আরমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে মিয়া মার্কেট হয়ে পিরিউরিয়া মাঠ পর্যন্ত এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় ফ্যাসিষ্টলীগ সারাদেশে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতে এ ধরনের নৈরাজ্য চালানো হচ্ছে। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা কোনো ভয়ভীতিকে তোয়াক্কা করবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর