রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে প্রজন্ম দলের আনোয়ারায় মতবিনিময়

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৯

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আনোয়ারা উপজেলা শহীদ জিয়ার প্রজন্ম দলের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা ১২ নভেম্বর (বুধবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা কর্নফুলী উপজেলা আসনের ‘ধানের শীষ’ প্রার্থী সাবেক ৩ বারের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামান নিজাম।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের পট পরিবর্তন করেছিলেন। তাঁর রূপরেখার মধ্য দিয়েই দেশ ও জাতির পুনর্গঠন সম্ভব হয়েছিল। এই ইতিহাস অস্বীকার করা যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের লক্ষ্য একটাই, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাদের ষড়যন্ত্র সফল হবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সময় মতো নির্বাচন করতে হবে। সকল নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থেকে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করতে মুখ্য ভূমিকা পালন করার আহবান জানাচ্ছি।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন সুনি সাহেব সহ আনোয়ারা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা থানা কমিটির আহ্বায়ক।
পরিচালনা করেন আব্দুল আজিজ, আনোয়ারা থানা শহীদ জিয়ার প্রজন্ম দলের সদস্য সচিব এবং ৪ নম্বর বটতলী ইউনিয়নের সাবেক সভাপতি।

বক্তারা বলেন, “জাতির এই সংকটে শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

শহীদ জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। প্রধান বক্তার বক্তব্যে বলেন, “আমরা এমন নেতার আদর্শ নিয়ে রাজনীতি করব, যে বিপদে জনগণ ও কর্মীকে একা না রেখে দেশের স্বাধীনতার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান এই সাহসী নেতৃত্বের পরিচয় দেয়।”

সভায় উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর