রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের সাফল্যে মুখর নগরীর দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭০

নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের ‘হ্যাপি ক্লাস পার্টি ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ আজ রোববার (১৬ নভেম্বর) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মিসেস রুমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। প্রধান বক্তা ছিলেন দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ জোমাদ্দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শহিদুল ইসলাম, মো. জামাল হোসাইন, নূর মোহাম্মদ, অভিভাবক প্রতিনিধি আব্দুল মান্নান, মিসেস লিপি বেগম এবং মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নিপা আক্তার নিভা, রঞ্জিতা দাশ, মিসেস শারমিন আকতার, নুসরাত জাহান এবং শিক্ষার্থী কুতুব উদ্দিন কাইফ, তাসমিন আক্তার তাজিয়া, জান্নাতুল ফারিয়া ও মো. ফয়সাল।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ উপস্থিত সকলের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর