রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ: ময়লার ডাস্টবিন সরানোর দাবিতে সাংবাদিককে হুমকি

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৮

চট্টগ্রাম নগরীর পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক আজকের বাংলা পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ইসমাইল ইমনের বিরুদ্ধে হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর (রবিবার) বিকেলে, স্থানীয় একটি অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন সরানোর জন্য চসিক কর্তৃপক্ষের তৎপরতা চলাকালে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের রসুলবাগ এলাকায় একটি মসজিদ, কবরস্থান এবং আবাসিক বাসার মুখোমুখি দীর্ঘদিন ধরে একটি অস্বাস্থ্যকর ডাস্টবিন স্থাপিত ছিল। এতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিলো। বিশেষ করে মসজিদে যাতায়াতরত মুসল্লি, স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা এবিষয়ে প্রতিবেশ ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

সাংবাদিক ইসমাইল ইমন ওই বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি চসিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন। এর ফলে মেয়র ডা. শাহাদাত হোসেন নিজেই এলাকা পরিদর্শন করেন এবং ডাস্টবিন সরানোর নির্দেশ দেন।

ডাস্টবিন সরানোর উদ্যোগের ধারাবাহিকতায় ১৬ নভেম্বর চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিচ্ছন্নতা কর্মকর্তা, ড্যাব মহাসচিব ডা. সরোয়ার আলম এবং মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসেন। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ইসমাইল ইমন ভিডিও ধারণ করেন।

ঘটনাস্থলে রসুলবাগ সমাজকল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ তার প্রতি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেন। এমনকি সরকারি কর্মকর্তাদের সঙ্গেও তিনি উগ্র আচরণ করেন।

সাংবাদিকের ওপর এই অবমাননাকর আচরণের ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থ রক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

স্থানীয়দের অভিযোগ—ডাস্টবিন সরানোর বিরুদ্ধে একটি গোষ্ঠী স্বার্থের কারণে বাধা সৃষ্টি করছে। তারা ভালো উদ্যোগকে ব্যাহত করতে সাংবাদিকদেরকেও হুমকি দিচ্ছে।

মেয়রের নির্দেশনার পরও ডাস্টবিন সরানোর কাজে বিলম্ব হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সংঘর্ষমুখী আচরণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর