
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় অবৈধভাবে কৃষি জমি দখল করে ইটভাটা স্থাপন ও পরিচালনার অভিযোগে “সোনার বাংলা” ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ১৮ ধারায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটাটি কৃষি জমি দখল করে অবৈধভাবে স্থাপন করা হয়েছিল। এছাড়া, ইটভাটায় জ্বালানি হিসেবে পরিবেশ বিনষ্টকারী কাঠের চারা ব্যবহার করা হচ্ছিল যা আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযান পরিচালনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “কৃষি জমি নষ্ট করে এবং পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী কৃষি জমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি কাঠের চারা গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করাও দণ্ডনীয় অপরাধ।