
“ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট হাসিনার রায়ের মাধ্যমে এদেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে।” — জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এমন মন্তব্য করেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিরাবাদ গার্লস স্কুল গেইটে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে মুহাম্মদ শাহেদ বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার মানদণ্ড রক্ষার মাধ্যমে হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দেয়া রায়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এতে শহীদ পরিবারসহ দেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক। এখানে আর কোনোদিন নব্য ফারাওনের জন্ম হবে না। জনগণ নিজের ভোট নিজেই দেবে, আর ভোটের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না।”
একইসঙ্গে তিনি ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রত্যেক ভোটারের ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌঁছে দিতে আহ্বান জানান।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু এবং পরিচালনা করেন ৪২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, নুর ইসলাম লেদু, সেলিম উদ্দিন রাসেলসহ যুব ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহাব উদ্দিন, শফিউল বাশার শামু, প্রফেসর সাইদুল হক শিকদার, মহিলা দল নেত্রী লাল মতি, পাঁচলাইশ থানা ছাত্রদলের নেতা মীর শাহরিয়ার, মিনহাজুল হক মিনার, ওয়াহিদুল সুমিতসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী।
উঠান বৈঠক শেষে স্থানীয় জনগণের মাঝে নির্বাচনী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।