রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সপ্তাহে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রার বার্তা: চিটাগাং উইম্যান চেম্বার

নিজস্ব প্রতিবেদক / বার্তা টুডে
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৬

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সপ্তাহ ২০২৫ উদযাপন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১৭ নভেম্বর (সোমবার) “Together We Build” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন উপ–সচিব (অব.) নাসিম ফারহানা শিরীন। তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের সম্ভাবনা আজ বিশ্ববাজারে নতুন সুযোগ তৈরি করছে। ব্যবসাবান্ধব নীতি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তারা আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম।”

সভাপতি আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেন, “নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সহায়তা ও সমন্বিত উদ্যোগ জরুরি।”

আলোচনা সভায় আরও বক্তব্য দেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা মনোয়ারা হাকিম আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, শামীম মোর্শেদ, সুলতানা নুর জাহান রোজী এবং পরিচালক চৌধুরী জুবাইরা সাকী। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মুনাল মাহবুব।

সভায় উপস্থিত ছিলেন পরিচালক কাজী তুহিনা আক্তার, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, পরিচালক আমেনা শাহীন, বেবি হাসান, নুর আক্তার জাহান, নুজহাত নূয়েরী কৃষ্টি, রেহনুমা মরিয়ম তুলি, সুবর্ণা দে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর