
লোহাগাড়া উপজেলার বটতলী শহরের প্রখ্যাত বাণিজ্যিক কেন্দ্র মোস্তফা সিটি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সমিতির মোট ৬টি পদের মধ্যে ২টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা নির্বাচনে প্রার্থীরা নির্বাচিত হন, আর ৪টি পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন সম্পন্ন হয়। দোয়াত-কলম প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হন আবদুস সালাম, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার হোসেন। একইভাবে ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আবদুল মান্নান, যাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বশির আহমদ।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন হানিমুন টেইলার্সের স্বত্বাধিকারী মহিউদ্দিন, যার প্রতিদ্বন্দ্বী ছিলেন সারগম ভিডিওর মহিউদ্দিন। ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহন চৌধুরী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নওশাদ হোসেন এবং প্রচার সম্পাদক পদে নাঈম হোসেন।
নির্বাচন পরিচালনা করেন মোস্তফা সিটি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুর রহমান, আলহাজ্ব জানে আলম এবং নাছির উদ্দিন। মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিদুয়ানুল কবির এরফান, চৌধুরী প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হানিফসহ নানা সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোস্তফা গ্রুপের ম্যানেজার আবদুস সালাম, ক্যাশিয়ার বশির আহমদ, উপজেলা বিএনপি নেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি রফিক দিদার, যুবদলের সাবেক সহ-সভাপতি তাজউদ্দিন আল নাজির, বটতলী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেকসহ আরও অনেকে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, নতুন কমিটির নির্বাচিত নেতারা সমিতির উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করবেন এবং ব্যবসায়িক পরিবেশ আরও গ্রাহকবান্ধব করা হবে— এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।