শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

নির্বাচন বিলম্বের কোনো সম্ভাবনা নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রেস সচিব শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম এসব কথা জানান।

তিনি বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও ইতোমধ্যেই নির্বাচন নিয়ে কাজ শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করবে। নির্বাচনের যে মহোৎসব, সেটা আপনারা প্রত্যক্ষ করতে পারবেন।”

প্রেস সচিব শফিকুল আলমের এই মন্তব্যে নির্বাচনের সুষ্ঠু ও সময়মতো অনুষ্ঠিত হওয়ার সংকল্পের প্রতিফলন পাওয়া যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, দেশের ভোটাররা খুব শীঘ্রই নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করবেন এবং নির্বাচনের পুরো প্রক্রিয়ার অংশ হবেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক সকল প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের দিনগুলোকে উৎসবের মতো সাজানোর চেষ্টা চলছে। সাধারণ জনগণও ইতোমধ্যেই নির্বাচনী পরিবেশে প্রবেশ করছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রচেষ্টা অব্যাহত আছে।

এই পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ইতিবাচক সঙ্কেত হিসেবে দেখা হচ্ছে, যেখানে সুষ্ঠু ও সময়মতো নির্বাচন নিশ্চিত করার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর