সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান রুবেল
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শিক্ষকদের চলমান ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্নতা ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।

২০ অক্টোবর সোমবার ,সকালে সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কেরানীহাট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হাক্কানী, দক্ষিণ জেলা আদর্শ কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আবু তাহের, স্কুল শিক্ষক দিদারুল ইসলাম আব্দুল হামিদ সহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবি জানান। যৌক্তিক আন্দোলনের প্রজ্ঞাপন না দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাবেন বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর