মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

চবি ছাত্রশিবিরের নেতৃত্বে পরিবর্তন : সভাপতি মোহাম্মাদ আলী, সেক্রেটারি পারভেজ

মো. সারওয়ার হোসেন, চবি প্রতিনিধি
  • বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৮০

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।

মঙ্গলবার (৮ জুলাই) এক জরুরী সদস্য সমাবেশে এ সেটাপ সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ আলী। সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর