
চট্টগ্রামের চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (৯ জুলাই) বিকেলে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়। চন্দনাইশ সদরের নিউ মার্কেটের নিচ তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ মনোনয়ন প্রার্থী শফিকুল ইসলাম রাহী ফুড ফেস্টিভ্যাল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন।
এই তিন দিনব্যাপী উৎসবে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেছেন। প্রতিদিন ছিল সঙ্গীতানুষ্ঠান, আলোচনা, কথামালা, জাদু প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী দিনে সেরা স্টলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনও করা হয়।
মেলায় মোট ১৮টি স্টল শোভা পেয়েছে, যেখানে স্থানীয় হস্তশিল্প ও বিভিন্ন স্বাদিষ্ট খাবার উপস্থাপন করা হয়। চন্দনাইশে প্রথমবারের মতো এই ফুড ফেস্টিভ্যালকে এলাকার সুশীল সমাজ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।