
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় র্যাব-৭-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১৮ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় পরিচালিত অভিযানে একটি বসতঘর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর পতেঙ্গা ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার মাঝির বসতঘরের বারান্দার খাটের নিচে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযানে র্যাব সদস্যরা ওই বাড়ির গৃহবধূ মনোয়ারা বেগম (৪৩) কে আটক করেন। তিনি পলাতক আনোয়ার মাঝির স্ত্রী। পলাতক অপর দুজন হলেন— স্বামী মো. আনোয়ার মাঝি (৫০) ও তাদের ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০)।
র্যাব-৭ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, বাড়িতে ইয়াবা মজুদ করে বিক্রির প্রস্তুতির তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত স্বাক্ষীদের সামনে মনোয়ারা বেগমের দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের বারান্দায় খাটের নিচে লুকিয়ে রাখা নীল ও কালো রঙের একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে স্কচটেপ মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রত্যেকটিতে ছিল ১০ হাজার পিস করে ইয়াবা।
র্যাব-৭ এর এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনোয়ারা বেগম স্বীকার করেছেন, তিনি ও তার পরিবারের একাধিক সদস্য কক্সবাজার-মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। পাইকারি ও খুচরা উভয়ভাবে এই মাদক বাণিজ্য চলতো।
উদ্ধারকৃত মাদক ও আটক নারীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা।