
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে ক্রমাগত অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন কোতোয়ালী থানা যুবদল এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালী থানা যুবদলের নেতৃস্থানীয় নেতা মঈনউদ্দিন খান রাজিব। তাঁর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক নিরাপত্তার দাবিতে সোচ্চার হন।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে প্রতিদিন খুন, গুম, ধর্ষণ ও দস্যুতার ঘটনা বেড়েই চলেছে। সরকারদলীয় সন্ত্রাসীরা বিচারহীনতার সুযোগ নিয়ে মানুষের জীবনকে জিম্মি করে তুলেছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার নির্বিকার। এই নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল রাজপথে আছে, থাকবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ডভিত্তিক নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল নগরীর প্রধান সড়কে প্রদক্ষিণ করে।