
কর্ণফুলী থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল (৩৪) ও উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ নয়ন (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (১৯ জুলাই) রাতে কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন-কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রাসেল(৩৪)। তিনি চরপাথরঘাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইছানগর গ্রামের ডগ মাষ্টার এর বাড়ীর মৃত আবুল হোসেন পুত্র এবং কর্ণফুলী উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ নয়ন(৩০)। তিনি শিকলবাহা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শুক্কুর মাদবর এর বাড়ীর জাহাঙ্গীর আলম পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মোহাম্মদ জানান, ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।