
চট্টগ্রামের দুই নম্বর গেইটে ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি (এনসিপি) আয়োজিত এক রাজনৈতিক সমাবেশ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যার দিকে সমাবেশ শেষে মিছিল ছত্রভঙ্গের সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়, যার ফলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে এক পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে অন্য পক্ষের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। লাঠিসোঁটা নিয়ে একে অপরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে সমাবেশস্থলে থাকা সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে তাওসিফ নামে এক যুবক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজে সংঘর্ষের দৃশ্য ও সাংবাদিকদের বাধা দেওয়ার চিত্র দেখা গেছে।
সচেতন মহলের মতে, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা এবং সংবাদকর্মীদের বাধা দেওয়ার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত। তারা এ ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।