মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামে এনসিপির সমাবেশ শেষে সংঘর্ষে উত্তেজনা সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৭১

চট্টগ্রামের দুই নম্বর গেইটে ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি (এনসিপি) আয়োজিত এক রাজনৈতিক সমাবেশ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যার দিকে সমাবেশ শেষে মিছিল ছত্রভঙ্গের সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়, যার ফলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শেষে এক পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে অন্য পক্ষের কথাকাটাকাটি শুরু হয়। মুহূর্তেই তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। লাঠিসোঁটা নিয়ে একে অপরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে সমাবেশস্থলে থাকা সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  • সংঘর্ষের সময় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ভিডিও ও ছবি ধারণ করতে গেলে উত্তেজিত কিছু ব্যক্তি তাদের দিকে তেড়ে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু সাংবাদিককে উদ্দেশ্য করে গালমন্দ ও হেনস্তা করা হয়। একজন সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠে।

সংঘর্ষে তাওসিফ নামে এক যুবক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

  • ঘটনার সময় পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা নিয়ে নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। এখনো পর্যন্ত পুলিশ কিংবা এনসিপির কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজে সংঘর্ষের দৃশ্য ও সাংবাদিকদের বাধা দেওয়ার চিত্র দেখা গেছে।

সচেতন মহলের মতে, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা এবং সংবাদকর্মীদের বাধা দেওয়ার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত। তারা এ ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর