মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

পটিয়ায় হত্যা ও অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মাহবুব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫৩

চট্টগ্রামের পটিয়ায় হত্যা ও অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা পলাতক আসামি মাহবুব আলম ওরফে বাচা অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।

পটিয়া থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাহবুব আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ খরনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টিলাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা রয়েছে এবং সে ইতোমধ্যে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিও।

পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে মাহবুব আলম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল এবং নানা ছদ্মবেশে স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ধারাবাহিক অভিযানের মুখে ধরা পড়ে সে।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, “গ্রেফতার আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় সশ্রম কারাদণ্ডের রায়ও রয়েছে। তাকে আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর