মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

ডা. পি. সি. পালের নাগরিক সংবর্ধনা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬১

আগামীকাল চট্টগ্রামের বাঁশখালীতে বরেণ্য চিকিৎসক ডা. পি. সি. পাল–এর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আজ চট্টগ্রাম আগমন করেন বিশিষ্ট চিকিৎসক ও প্রধান অতিথি ডা. এম কে সরকার। এ উপলক্ষে চট্টগ্রাম শহরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দিয়ে বরণ করে নেন সংবর্ধনা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান অতিথিকে স্বাগত জানান সংগঠনের নেতৃবৃন্দ এসময় অতিথিকে আমন্ত্রণপত্রও প্রদান করা হয়।

চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামীকালের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আগামীকাল নাগরিক সংবর্ধনায় বাঁশখালীর চিকিৎসক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

ডা. পি. সি. পাল দীর্ঘদিন ধরে বাঁশখালীসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে চিকিৎসা সেবায় অনন্য ভূমিকা রেখে আসছেন। তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতেই এই নাগরিক সংবর্ধনা আয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর